দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেছেন স্পিকার

S M Ashraful Azom
0
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেছেন স্পিকার
সেবা নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ পুলিশের অবদান ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনী যে ভূমিকা রেখেছিল- তা অনন্য। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে রাজারবাগ পুলিশ লাইন থেকে যে দূর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল তা প্রসংশনীয়।

বৃহস্পতিবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরীন শারমীন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব অধ্যায়ের সূচনা করেছেন পুলিশ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে। তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন নাগরিক ঐক্য তৈরিতে। উন্নয়নের পূর্ব শর্তই হলো আইনশৃংখলা রক্ষা করা। বর্তমানে নারী পুলিশ সদস্যরাও এ পেশায় দক্ষতার স্বাক্ষর রাখছেন।

এ সময় তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান।

স্পিকার বলেন, পুলিশ সদস্যরা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মধ্য দিয়ে সামাজিক শান্তি রক্ষা করছে। জনগণকে সুরক্ষা ও সেবা প্রদান করতে সুচারুভাবে পুলিশ বাহিনীকে গড়ে তুলতে বর্তমান সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়া ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শুভেচ্ছা স্মারক তুলে দেন র‌্যাবের মহাপরিচালক ও পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি বেনজীর আহমেদ। অন্যান্য অতিথিদের শুভেচ্ছা স্মারক তুলে দেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

এ বছর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে র‌্যাবের মহাপরিচালক বেনিজীর আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার প্রলয় কুমার জোয়ারদার নির্বাচিত হয়েছেন।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top