
জামালপুর প্রতিনিধি: গতকাল সোমবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের আয়োজনে তাদের কার্যালয়ে অকাল প্রয়াত জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ও সংগঠক শফিক জামান লেবুর স্মরণানুষ্ঠান হয়েছে।
স্মরণানুষ্ঠানে সংগঠনটির সভাপতি আলী ইমাম দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, রাজনীতিক সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক ও জামালপুর নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক সুশান্ত কানু, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর কবিতা পরিষদের সভাপতি আহমদ আজিজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, প্রয়াত সাংবাদিক শফিক জামানের ভাই বীর মুক্তিযোদ্ধা আলী আকবর পান্না, জেলা সিপিবি’র সভাপতি মোজাহারুল হক, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য অজয় কুমার পাল, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক সরূপ কাহালী, এ কে এম মুস্তাফিজুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলে এলাহী মাকাম, উদীচী জেলা সংসদের সহ-সভাপতি সন্তোষ কুমার রাজভর, থিয়েটার অঙ্গনের সদস্য (দফতর) ওয়াহিদুজ্জামান রবিন, নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মূখার্জী প্রমুখ।
স্মরণানুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচীর সাধারণ সম্পাদক গৌতম সিংহ সাহা। এ সময় বক্তারা শফিক জামানের স্মৃতিচারণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে জামালপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
⇘সংবাদদাতা: জামালপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।