
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় বাস-মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে মহাস্থান বোরহান উদ্দিন মাজার গেটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল চালক কালু মিয়া (৩৩) বগুড়া সদর উপজেলার রামশহর সদোপাড়ার লাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে কালু তার মোটরসাইকেলের পেছনে একই এলাকার রাজু নামের একজনকে নিয়ে গোকুল বাজার থেকে মহাস্থানে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতমুখি একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লাগলে তারা মহাসড়কে ওপর ছিটকে পড়েন।
একই সময় ঘটনাস্থল অতিক্রম করতে গিয়ে দ্রæতগামী একটি বাস অপর একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই কালু মিয়া নিহত এবং তার মোটরসাইকেলের আরোহী রাজু, মাইক্রোবাসের চালক ও বাসের দুই যাত্রী আহত হন। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।
বগুড়া সদর থানার উপ-পরির্শক (এসআই) মঞ্জুরুল হক ভুঁইয়া জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসে কোন যাত্রী ছিলোনা। একারণে শুধু চালক আহত হন। এছাড়া বাসের দুই যাত্রী ও মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার এবং বাস ও মাইক্রোবাস আটক করেছে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।