
তাজুল ইসলাম, সারিয়াকান্দি প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে দির্ঘকয়েক বছর ধরে নতুন জাতীয় করণ এক প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনেই দেওয়া হচ্ছে পাঠদান। কর্তৃপক্ষ দির্ঘদিনেও কোন পদক্ষেপ গ্রহণ না করায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান ও পাঠগ্রহনে বিপাকে পড়েছেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।
সরেজমনিনে জানা গেছে, উপজেলার পার ভেলাবাড়ী (জোড়গাছা পূর্বপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ২০১৩ সালে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এদিকে শিক্ষার্থীরা যাতে পড়ালেখা থেকে পিছিয়ে না পরে এজন্য বিদ্যালয় কর্তৃক বিদ্যালয়ের পশ্চিমপাশ্বে সাবেক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব খলিলুর রহমানের পুকুর পাড়ে টিন সেডের ছাউনির নিচে পাঠদান করানো হয়। এভাবে এক বছর পাঠদানের পর ভবনটির ধসে পরা অংশগুলো মেরামত করে পূণরায় ছাদের নিচে পাঠদান শুরু করা হলে এক বছর ব্যবধানে পূণরায় ধসে পরা অংশ থেকে সিমেন্ট বালু ধসে পরতে শুরু করে। কয়েক মাস আগে পাঠদান চলাকালে ছাদ থেকে সিমেন্ট খসে পরে শিক্ষার্থীর মাথার উপর। শিক্ষার্থী ও শিক্ষকদের দাবি ভবনটি দ্রুত মেরামতের পদক্ষেপ না নিলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোমিন জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদেরকে ঝুঁকি ভবনেই পাঠদান দিচ্ছেন শিক্ষকরা। ভবনটির দ্রুত মেরামত করা প্রয়োজন।
এবিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দীন এক সাক্ষাৎকারে বলেন, ভবনটি পূর্ণসংস্কার চেয়ে ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসে আবেদন পাঠানো হয়েছে।
⇘সংবাদদাতা: তাজুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।