
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নির্ধারণ করে দেওয়া মূল্যের চেয়ে বেশি নেওয়ায় দুই মাংস বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় পৌর শহরের মালিবাগ মোড় ও দক্ষিণ বাজার এলাকায় তাদের জরিমানা করা হয়।
জানা গেছে, সম্প্রতি বকশীগঞ্জ উপজেলা প্রশাসন স্থানীয় মাংস বিক্রেতাদের সঙ্গে বৈঠক করে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাংসের মূল্য নির্ধারণ করে দেন। বৈঠকে প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা কেজি, মহিষের মাংস ৫২০ টাকা, খাসির মাংস ৬৫০ টাকা ও ছাগির মাংস ৫৫০ টাকা মূল্য নির্ধারণ করা হয়। কিন্তু উপজেলা প্রশাসনের নিদেশনা অমান্য করে সোমবার দক্ষিণ বাজারের মাংস বিক্রেতা সুলতান মিয়া ও মালিবাগ মোড়ের শহিদুল্লাহ মিয়া অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি শুরু করে। এ নিয়ে স্থানীয় কয়েকজন বকশীগঞ্জ ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের দ্বারস্থ হলে তিনি সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাংস বিক্রেতা শহিদুল্লাহ মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে একই অভিযোগে দক্ষিণ বাজার এলাকার মাংস বিক্রেতা সুলতান মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।