
গাইবান্ধা জেলা প্রতিনিধি: পিছিয়ে থাকবে কেউ এই শ্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ৬ মে সোমাবর গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো.আব্দুল মতিন। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার গাইবান্ধা উপপরিচালক মোছাঃ রোকসানা বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী,গাইবান্ধা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।
কর্মশালায় উপজেলার সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সূচক সম্পর্কে প্রাথমিক ধারণা ও বিভিন্ন সমস্যা দুরীকরণে করণীয় ও সফলতা অর্জনে মাধ্যমে এসডিজি বাস্তবায়নে ভুমিকা পালন সম্পর্কে ৮০ জন কে হাতে কলমে কর্মতৎপরতা প্রশিক্ষণ প্রদান করা হয়।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।