ধুনটে দাখিল ও এসএসসিতে ৩ প্রতিষ্ঠানে শতভাগ পাশ

S M Ashraful Azom
0
ধুনটে দাখিল ও এসএসসিতে ৩ প্রতিষ্ঠানে শতভাগ পাশ
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৩টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ছাতিয়ানি রোকেয়া ওবেদুল উচ্চ বিদ্যালয়, পাঁচথুপী নিয়ামতিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও নাংলু বালিকা দাখিল মাদরাসা। এ ছাড়াও মোট জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২৮ জন।

গতকাল সোমবার দুপুর ১২টায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মাধ্যমিক পর্যায়ের ৩৭টি প্রতিষ্ঠানের ২হাজার ৮৩৭ জন শিক্ষার্থী, দাখিল পরীক্ষায় ২৬টি প্রতিষ্ঠানের ৮৫১জন ও ভোকেশনাল পরীক্ষায় ৫টি প্রতিষ্ঠানের ২৫১জন শিক্ষার্থী অংশ নেয়।

এরমধ্যে মাধ্যমিকের পাশের হার ৯০.৬৫ শতাংশ, দাখিলের পাশের হার ৭৯.৭৮শতাংশ এবং ভোকেশনালে পাশের হার ৭৯শতাংশ। উপজেলায় মাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২১৮ জন, দাখিলে ৩জন ও ভোকেশনালে ৭জন।


⇘সংবাদদাতা: রফিকুল আলম
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top