জাতীয় পার্টিতে যোগ দিলেন হিরো আলম

S M Ashraful Azom
0
জাতীয় পার্টিতে যোগ দিলেন হিরো আলম
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার বহুল আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম অবশেষে জাতীয় পার্টিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তাকে জাতীয় পার্টির (জাপা) অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্র কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদে মনোনীত করা হয়েছে। এর আগে পয়লা মে (বুধবার) হিরো আলম জাতীয় পার্টিতে যোগদান করে দলের প্রাথমিক সদস্য পদ লাভ করেন। গতকাল সন্ধ্যা হিরো আলম মুঠোফোনে রাজনীতিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করেন।

মুঠোফোনে হিরো আলম বলেন, যেহেতু তিনি চিত্র জগতে কাজ করেন, সেকারণে চিত্র নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার সঙ্গে তার ভাল সম্পর্ক রয়েছে। সোহেল রানা জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি এবং দলটির প্রেসিডিয়াম সদস্য। তার অনুপ্রেরণাতেই বুধবার তিনি জাতীয় সাংস্কৃতিক পার্টিতে যোগ দেন। বৃহস্পতিবার সংগঠনের সভাপতি তাকে এ পদে পদে মনোনীত করেন।

উল্লেখ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করে দলে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেয়ার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু জাতীয় পার্টি মনোনয়ন না দেয়ায় হিরো আলম বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন।

মনোনয়ন পত্র বাছাইকালে হিরো আলমের মনোনয়ন বাতিল এবং পরবর্তী সময়ে হাইকোর্টের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়া এবং ভোট গ্রহণের দিন একটি ভোটকেন্দ্রে হিরো আলমকে মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলোচিত হয়ে ওঠেন তিনি। পরে তিনি বউ পেটানোর মামলায় ৪৩ দিন বগুড়া জেলা কারাগারে হাজতবাস করেন।


⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top