
সেবা ডেস্ক: খেলা নিজেদের হাতের মুঠোয় এনে শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না আফগানরা। নিজের জয় তুলে দিল পাকিস্তানের হাতে। আফগানদের হার ৩ উইকেটে।
আফগানদের দেয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিল পাকিস্তান। কিন্তু আফগানদের মাপা বোলিংয়ে এক সময় ব্যাক ফুটে চলে যায় পাকরা। পরে ধীরে ধীরে জয় থেকে দূরে চলে গেলেও শেষ পর্যন্ত ইমাদ ওয়াসিম ও সাদাব খানের ব্যাটিং দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছে যায় টিম পাকিস্তান।।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করতে সমর্থ হয় আফগানিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের ২য় বলেই উইকেট হারিয়েছিল পাকিস্তান। আউট হন ফখর জামান, আফগান স্পিনার মুজিবের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। বাবর আজম ও ইমাম উল হক দুজনে মিলে এগিয়ে নিতে থাকেন পাকিস্তানের ইনিংস।
তবে এরপরই জোড়া আঘাত নবীর। ইমামকে ৩৬ ও বাবরকে ৪৫ রানে ফেরান তিনি।
মুজিবের বলে ১৯ রান করে ফেরেন হাফিজ। এরপরই রশিদের আঘাত। হারিস সোহেল আউট হন ২৭ রানে। সরফরাজকে ১৮ রানে রান আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আফগানরা।
সেমিফাইনালে ওঠার জন্য আজ পাকিস্তানকে জিততেই হবে। কারণ পাকিস্তানের সঙ্গে একই পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচ নম্বরে আছে বাংলাদেশ। উপরন্তু রান রেটেও পাকদের চেয়ে বহুগুণে এগিয়ে টাইগাররা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।