
বকশীগঞ্জ সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে ধ্বস নেমেছে। পুরো উপজেলায় এবার মাত্র একজন জিপিএ-৫ পেয়েছে।
জানা গেছে, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ থেকে ২০১৯ সালে ৯২৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৩৯ জন। কিয়ামত উল্লাহ কলেজের পাশের হার ৪৭.৫১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে সরকারি এই কলেজে।
গত বছর এই কলেজে পাশের হার ছিল ৪৩ শতাংশ। বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা কলেজে এবার ফলাফলে ধ্বস নেমেছে। এবার এই কলেজ থেকে ৩০৫ জন অংশ নিয়ে পাশ করেছে ১২২ জন পরীক্ষার্থী। পাশের হার ৪০ শতাংশ। এ বছর একটিও জিপিএ-৫ পায়নি এই কলেজ থেকে । গত বছর এই কলেজে পাশের হার ছিল ৪৫ শতাংশ।
এছাড়াও আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজ সব কলেজ থেকে ভাল ফলাফল করেছে। এবার এই কলেজ থেকে ১৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮৭ জন। পাশের হার ৬৫ শতাংশ।
তবে সার্বিক ফলাফলে এবার এইচএসসি পরীক্ষায় ফলাফল ধ্বস নেমেছে। বিশেষ করে খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে বিগত চার বছর ধরে ফলাফল খারাপ করছে।
অপরদিকে বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজে গত বছরের চেয়ে পাশের হার বাড়লেও বেশির ভাগ পরীক্ষাথী অকৃতকার্য হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

আপনার তথ্য সঠিক নই ভাই....ভুল তথ্য দিয়ে মানুষ কে শান্তনা দিবেন না...... বকশীগঞ্জ সরকারি কিয়ামতউল্লাহ কলেজের পাশের হার 48.03। মোট পরীক্ষার্থী সংখ্যা-914, কৃতকার্য-439 জন, অকৃতকার্য- 475 জন, জিপিএ-5 (1) জন।
উত্তরমুছুনপাবলিক কলেজের খবর কি?
উত্তরমুছুন