তামিম ইকবালের পাশে অধিনায়ক মাশরাফী

S M Ashraful Azom
0
তামিম ইকবালের পাশে অধিনায়ক মাশরাফী
সেবা ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বার্মিংহামের এজবাস্টনে গতকাল মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং করে ভারত দল। ম্যাচের পঞ্চম ওভারে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। কিন্তু লং অনে দাঁড়ানো তামিম ইকবাল সেই ক্যাচ তালুবন্দি করতে পারেননি। যার মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে।

উদ্বোধনী জুটিতে লোকেশ রাহুলকে নিয়ে রোহিত শর্মার ১৮০ রানের রেকর্ড জুটি গড়ে বাংলাদেশের সামনে ৩১৪ রার দাঁড় করান। আর জীবন পাওয়া সেই রোহিত ১০৪ রান করে আউট হয়েছিলেন। ম্যাচে বাংলাদেশ ২৮ রানে হেরে যায়।

মাশরাফীদের হারের কারণ হিসেবে অনেকেই ওই ক্যাচ মিসকেই ম্যাচ মিস বলে আখ্যা দিচ্ছেন। তারা বলছেন, তামিম সে সময় ক্যাচটা ধরতে পারলে ম্যাচের গল্পটা অন্যরকমও হতে পারত।

চারদিকে যখন তামিমকে নিয়ে ঘোর সমালোচনা তখন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ঠিকই তামিম ইকবালের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি তার প্রজ্ঞা দিয়ে ভক্ত-সমর্থকদের বুঝালেন সতীর্থদেরকে কিভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় ।

তিনি বলেন, রোহিতের সেই ক্যাচটা অবশ্যই হতাশাজনক ছিল। তবে ক্রিকেট মাঠে এসব বিষয় হতেই পারে। আমরা এ কারণে তামিমকে দোষ দিতে পারি না। খেলায় তো ক্যাচ মিস হবেই। এটা খেলারই অংশ। মূলত ব্যাটিং ব্যর্থতায় হেরেছি আমরা। বড় কোনো পার্টনারশীপ গড়তে পারিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top