বিএনপির আমলে বাংলাদেশে আইনের শাসন ছিল না: আইনমন্ত্রী

S M Ashraful Azom
0
বিএনপির আমলে বাংলাদেশে আইনের শাসন ছিল না আইনমন্ত্রী
সেবা ডেস্ক: আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির আমলে আইনের শাসন ছিল না। তারা কোর্টকে পকেটে রাখত। সেই আমল বদলে গেছে। কিন্তু তাদের চিন্তাধারা বদলায়নি।

ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বিচার প্রসঙ্গে তিনি বলেন, হামলার ঘটনা ঘটেছে ১৯৯৪ সালে আর তদন্ত শুরু হয়েছে ১৯৯৫ সালে। ১৯৯৮ সালে মামলার বিচার কাজ শুরু হয়। ২২ বছর পর সম্পূর্ণ সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন। এটাকে ফরামায়েসি রায় কি করে তারা বলে এটা বুঝি না।

খালেদা জিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, খালোদা জিয়াকে তার অসুস্থতা যতটুকু আছে তার থেকেও যেন বেশি সেবা করা যায় সেজন্যই হাসপাতালে রাখা হয়েছে। এমন কোনো ব্যক্তি নেই যার সাজা হয়েছে এবং তাকে প্রতিপালনের জন্য বিনা দোষে কারাগার বরণ করছে। সেই ফাতেমাকেও তার সঙ্গে দেয়া হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত-উদ-দৌলা খান, উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, ইউএনও মাসুদউল আলম, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, রহুল আমীন ভূঁইয়া বকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রায় চার কোটি ১০ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত উপজেলা পরিষদ ভবনটি নির্মাণ করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top