
সেবা ডেস্ক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের পূত্রবধু মেরিনা শোয়েব নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৭ জুলাই) রাত সাড়ে দশটার দিকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসায় এ ঘটনা ঘটে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নিজ বাসায় স্বামী শোয়েব রশীদের নামে লাইসেন্স করা পিস্তলের গুলিতে আহত হন মেরিনা। মেরিনার বাবা সিরাজুল ইসলাম পাটোয়ারীর দাবি, দাম্পত্যকলহের কারণে এই ঘটনা ঘটতে পারে।
অন্যদিকে পুলিশের ধারণা, মেরিনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মেরিনার স্বামী কাজি শোয়েব রশীদের মুঠোফোনে ফোন দিলে তার সহকারী জানান, ঘটনার সময় মেরিনার স্বামী ও শ্বশুর বাসায় ছিলেন না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মেরিনা পেছন থেকে গুলিবিদ্ধ হয়েছেন। মেরিনার অস্ত্রোপচার হয়েছে।বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এসআই জিল্লুর রহমান বলেন, গুলিতে আহত হয়ে মেরিনা হাসপাতালে রয়েছেন। কীভাবে ঘটনাটি ঘটেছে তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ সদস্যরা রয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।