কামান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ভারত

S M Ashraful Azom
0
কামান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ভারত
সেবা ডেস্ক: দক্ষিণ এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত কামান ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ‘নাগ’র সফল পারীক্ষ চালিয়েছে। গত রবিবার রাজাস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) এ ক্ষেপণাস্ত্রের তিনটি সফল পরীক্ষা চালায়।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবরে জানা যায়, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রবিবার মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় এই তিনটি পরীক্ষা চালায়। তিনটি পরীক্ষাই সফল হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীতে নাগের অন্তর্ভুক্তি একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ক্ষেপণাস্ত্রের ক্ষমতা যাচাই করে দেখতে সোমবারও এক দফা পরীক্ষার কথা ছিল, তবে সে ব্যাপারে এখনও পর্যন্ত কোনো তথ্য দেয়নি ডিআরডিও। এই ক্ষেপণাস্ত্রের নকশা এবং নির্মাণ করে ডিআরডিও। তাতে লঞ্চপ্যাড থেকে প্রতিপক্ষের ট্যাঙ্কে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্রবাহী যান রয়েছে। সেগুলো হাতে পেতে খরচ পড়ছে ৫২৪ কোটি টাকা। দিনের আলোয় হোক বা রাতের অন্ধকারে, লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top