
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুর ইসলামপুরে ১শ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ইসলামপুর ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়ার নির্দেশে থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই আব্দূল হান্নান,এএসআই আব্দুল হাদি,আঃ লতিফসহ একদল পুলিশ উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মহলগিরি গ্রামের অভিযান চালায়। এ সময় শিপন নামের এক মাদক কারবারীকে ১শত পিছ ইয়াবাসহ আটক করে। ওই মাদক কারবারী মহলগিরী গ্রামের আসাদুজ্জামানের ছেলে।
অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান- শিপনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।