
এএইচ লালন: জামালপুরের বকশীগঞ্জে মালীর চর গ্রামে জাহাঙ্গীরের হাঁসের খামারে গত ২দিনে প্রায় ৮ শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে।
গত কাল ১৫ জুলাই থেকে আজ ১৬ জুলাই সন্ধ্যা পর্যন্ত খামারের হাঁস গুলোর মধ্যে প্রায় ৮শতাধিক হাঁস অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জ উপজেলা পশু সম্পদ কর্মকর্তা জীবিত হাঁস গুলো রক্ষার জন্য চিকিৎসা সেবা ব্যবস্থা করে দিয়েছে।
খামারের মালিক জাহাঙ্গীর তার হাঁস গুলোর মৃত্যুতে দিশে হারা হয়ে পরেছে। খামার মালিক জাহাঙ্গীরের সাথে কথা বললে তিনি জানান, তার খামারে অনান্য হাঁস গুলো রক্ষা না হলে সামনে দিন চলা অন্ধকার হবে।
কারণ ব্যাংক ঋণ নিয়ে খামারের হাঁস গুলো ক্রয় করেছেন।
এবিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পালের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন, রোগটি সম্ভবত ড্রাগ প্লেগ। তবে নিশ্চিত না করে বলা যাবেনা। আমরা মৃত হাঁসের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা নিবো।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।