
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সনাতন ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ উৎসব পালন করা হয়।
রথযাত্রা উপলক্ষে সকালে উপজেলার চালাস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমাতা ও রাধা গোবিন্দ মন্দীরে রথখোলায় রথে মূর্তি প্রতিষ্ঠা করা হয়। বিকেল ৫টায় উপস্থিত ভক্ত ও পূণ্যার্থীরা রথের রশি টেনে উৎসবের সূচনা করেন। কেন্দ্রীয় শ্রী শ্রী কালীমাতা ও রাধা গোবিন্দ মন্দীর থেকে রথযাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতি শ্রী শ্রী কালী মন্দিরে এসে শেষ হয়।
এ উৎসবকে ঘিরে উপস্থিত ভক্ত ও পূণ্যার্থীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর ভক্তবৃন্দের আগমন বেশি হয়েছে। তারা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে এই রথযাত্রা উপভোগ করছেন।
আগামী শুক্রবার উল্টোরথ যাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।