
সেবা ডেস্ক: সম্প্রতি শেষ হয়েছে ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেট। গৌরবময় অনিশ্চিয়তায় ভরপুর এই খেলাটির জনপ্রিয়তা এখন পুরোবিশ্বে। আর এবারের বিশ্বকাপ ক্রিকেটে তার প্রমাণ মিলেছে। ভারতীয় উপমহাদেশে ক্রিকেট তো রীতিমতো উপাসনার মতো! ক্রিকেটের সঙ্গে মিশে থাকে বহু মানুষের আবেগ-অভিমান।
তবে বাইশ গজের জনপ্রিয় এই খেলাকে খেলা বলেই মানতে নারাজ বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। দেশটি ক্রিকেটকে খেলা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতিতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ান ক্রীড়া মন্ত্রণালয় এক স্মারকলিপিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গেল সোমবার রাশিয়ায় ক্রীড়ামন্ত্রী পাভেল কলোকভ স্বাক্ষরিত এক স্মারকলিপি প্রকাশ পায়। এতে উল্লেখ করা হয়, 'ক্রিকেটকে একটি খেলা হিসেবে স্বীকৃতি না দেয়া'র।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।