আমাদের বাঁচার লড়াইয়ে পাশে দাঁড়ান!!

S M Ashraful Azom
0
আমাদের বাঁচার লড়াইয়ে পাশে দাঁড়ান!!
শামীম তালুকদার: আপনারা ক’দিন যাবৎ নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত দুই দিনে ঢাকা, নারায়নগঞ্জ, সুনামগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছেলেধরা সন্দেহে গণপিটুনীর নামে যে হত্যাকান্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছে তার শতকরা ৬০ ভাগেরও বেশি ভিকটিম হল মানসিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি সহ বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ব্যক্তি ব্যক্তি। এর আগে জুনমাসে কিশোরগঞ্জে চোর সন্দেহে একজন মানসিক অসুস্থতাজণিত প্রতিবন্ধী যুবককে হাত-পা বেঁধে শত শত মানুষের সামনে বর্বর নির্যাতন চালিয়ে গুরুতর আহত করা হয়। বছরজুড়েই গোটাদেশে এ অত্যাচার ও নির্যাতন চালানো হচ্ছে কিন্তু আমরা প্রতিবন্ধী ব্যক্তিগণ সুসংগঠিত নই বিধায় বিষয়টি প্রকাশিত হয়না। মোট জনসংখ্যার ১৬ভাগ প্রতিবন্ধী ব্যক্তি হলেও সুযোগ-সুবিধা লাভের ক্ষেত্রে আমরা দশমিক ১ ভাগও পাইনা। কিন্তু গত কয়েকদিনের গণপিটুনির নামে হতাহত জনসংখ্যার ৬০ ভাগের অধিক ভিকটিম হলাম আমরাই! আমাদের নিরাপত্তার অবস্থা অত্যন্তকরুণ। আমাদের প্রতিরোধ ক্ষমতা নাই বলে অত্যাচারটা বেশি হয়।

বলতে পারেন আমরা এক ধরণের সুপ্ততাপে সেদ্ধ হচ্ছি। আগুনে দগ্ধ হলে অন্যরা দেখে এগিয়ে আসতে পারে। আমরা সুপ্ততাপে সেদ্ধ হচ্ছি বিধায় আমাদের অবস্থা ভিজিবল না। এবার এই নীরব সহিংসতাকে জাতির সামনে তুলে ধরতে চাই। নীতি নীর্ধারকদের কানে আমাদের কষ্টের কথা পৌছাতে চাই।

এতদলক্ষ্যে আগামীকাল ২৩ জুলাই মঙ্গলবার প্রতিবন্ধী জনগন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধনে অংশগ্রহণ করবেন। আপনাদের সদয় উপস্থিতি ও সক্রিয় সহযোগিতা কামনা করছি।

আমাদের কর্মসূচির বিস্তারিত তথ্য।
নামঃ প্রতিবন্ধী ব্যক্তিদের উপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
তারিখঃ ২৩ জুলাই. ২০১৯, মঙ্গলবার
সময়ঃ সকাল ১০টা থেকে সকাল ১১টা
স্থানঃ জাতীয় প্রেসক্লাব, ঢাকা

ধন্যবাদান্তে,
এডভোকেট রেজা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top