
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: সুস্থ ধারার সংস্কৃতি রক্ষা ও চর্চা,নৃত্য শিল্পকে বিকশিত করা এবং নৃত্য শিল্পী গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সোমবার হতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত চারদিন ব্যাপি নৃত্য বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
দেশের বিশিষ্ট নৃত্য শিল্পী ও নৃত্য শিক্ষক আজাদ (দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলি মোহাম্মদের অন্যতম শ্রেষ্ঠ ছাত্র) রৌমারীর শিক্ষার্থীদেরকে নৃত্যে প্রশিক্ষণ দিতে রৌমারীতে অবস্থান করছেন।
৪দিন ব্যাপী এ নৃত্য প্রশিক্ষণ কর্মশালা রৌমারী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হবে। রৌমারী উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নৃত্যশিল্পী, নৃত্যে আগ্রহী বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ মোট ৪৭জন ছেলে ও মেয়ে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল¬াহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি ও মোজাফফর হোসেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমীর সভাপতি জনাব দীপঙ্কর রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রৌমারী সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা ও মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আকতারুজ্জামান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।