
সেবা ডেস্ক: বাংলাদেশে চলছে তারকা ও জাতীয় ক্রিকেটারদের বিয়ের মৌসুম। এ বছরটা যেন ক্রিকেটারদের বিয়ের হিরিক পড়েছে। এবার সে সিরিয়ালে ক্রিকেটার এনামুল হক বিজয়।
সাব্বির রহমান রুম্মন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, মুমিনুল হকরা সম্প্রতি বিয়ের কাজ সেরেছেন।
গতবছরের ২৯ জুন বান্ধবী ফারিয়া ইয়াসমিনের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন বিজয়। তবে বিবাহোত্তর সংবর্ধনা করা হয়নি উইকেটরক্ষক এ ব্যাটসম্যানের।
তাই তিনি ঠিক করেছেন এবারের কোরবানির ঈদের পর বেশ ঘটা করে বিবাহোত্তর সম্বর্ধনা করবেন। আগামী ১৮ আগস্ট রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে হবে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান।
নিজের নতুন ইনিংস শুরুর আগে ভক্ত, শুভানুধ্যায়ী ও সুহৃদদের কাছে দোয়াও চেয়েছেন জাতীয় দলের এ ওপেনার।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।