মাছ চাষ করে স্বাবলম্বী গ্রামীণ নারীরা

S M Ashraful Azom
0
Self-reliant rural women cultivate fish
সেবা ডেস্ক: আমাদের দেশের গ্রামের পরিবারগুলো তাদের ছোটো ছোটো পুকুরগুলোতে উন্নত ব্যবস্থাপনায় কার্প জাতীয় মাছের সঙ্গে দেশীয় প্রজাতির অতিপুষ্টি সম্পন্ন ছোটো মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন, যা নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এমন উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে সিলেট জেলার সদর উপজেলার এওলারটেক গ্রামে ‘সূচনা’ কর্মসূচির কার্যক্রম পরিদর্শন করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাঈদ মো. রাশেদুল হক।

এ সময় তিনি নারী মৎস্য চাষিদের মাছ চাষ কার্যক্রম পরিদর্শনকালে এক উঠান বৈঠকে বক্তব্য দেন। ইউরোপীয় ইউনিয়ন ও ডিএফআইডির অর্থায়নে মৎস্য অধিদপ্তরের সহায়তায় সূচনা কর্মসূচি সিলেট ও মৌলভীবাজার জেলার ২০ উপজেলার ১৫৭টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
এই কর্মসূচির আওতায় পঁচাত্তর হাজার পরিবারকে মৎস্য চাষে উন্নত প্রশিক্ষণ, উপকরণ ও কারিগরি সহায়তা প্রদান করে আসছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top