
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠুর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় তার সাথে থাকা বন্ধু সাদেকুলও আহত হন।
রোববার বিকেল ৩ টার সময় লুৎফর রহমান মিঠু বাজারপাড়াস্থ নিজ বাড়ির সামনে অতর্কিত এ হামলার শিকার হন তিনি।
জানাযায়, প্রতিবেশি বাপ্পি নামে এক মাদকাসক্ত যুবককে লুৎফর রহমান মিঠু মাদক থেকে দূরে থাকতে শাসন করেছিলেন বেশ কয়েকদিন আগে। চেস্টা করেছিলেন ভাল পথে আনতে। এরই জেরে রোববার বিকেলে বাপ্পি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মিঠুর মাথার ডান পাশে জখম হয় এবং তার বন্ধু সাদেকুল আটকাতে গেলে হাত কেটে যায় । এসময় প্রত্যক্ষদর্শীরা মিঠু ও তার বন্ধুকে উদ্ধার কওে ঠাকুরগাঁও আধুনিক সদও হাসপাতালে নিয়ে গেলে লুৎফর রহমান মিঠুর মাথায় ৮টি সেলাই ও তার বন্ধু সাদেকুলের হাতে ২টি সেলাই পরে।
ঠাকুরগাঁও সদও থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, হামলাকারী ওই যুবককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।