
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাস ব্যাপী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শনিবার রাতে শহিদ মুক্তিযোদ্ধা মঞ্চে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের শক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়ার ডাক দিয়েছেন বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের কার্যর্নিবাহী সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।
বঙ্গবন্ধু পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মো.হায়দার আলীর সভাপতিত্বে বদিউজ্জামান বাদশা আরো বলেন,মুজিব হত্যা,১৭ আগস্ট সকল জেলায় বোমা হামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সুত্রে গাঁথা। বাংলার জনগণ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সকল ষড়যন্ত্রের মোকাবিলা করে মুক্তিযুদ্ধের শক্তিকে টিকিয়ে রেখে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এ সময় বক্তব্য রাখেন,অধ্যক্ষ শহিদুল ইসলাম,জেলআওয়ামীরীগের সদস্য সরকার গোলাম ফারুক,মোকতার হোসাইন,মুক্তিযোদ্ধা মোকছেদ আলী বেগ,সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল ও অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।