
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে বাল্য বিবাহ নিরোধ দিবস উদ্যাপন উপলক্ষ্যে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে ধুনট উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র্যালী শেষে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে সমাবেশে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, বøক বাটিক প্রশিক্ষক ফেরদাউস হোসেন, টেইলারিং প্রশিক্ষক নাহিদ নিয়াজী ও শিক্ষার্থী তাসলিমা আক্তার প্রমুখ।
উল্লেখ্য সমাবেশে বক্তরা বাল্য বিবাহ রোধে করণীয়, সচেতেনতা বৃদ্ধি, বাল্য বিবাহের কুফল এবং আইনী সহায়তা প্রাপ্তির বিষয়ে বিভিন্ন ধরনের নির্দেশনা দেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।