
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: “আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে শিশু অধিকার সপ্তাহ পালন উপলক্ষে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে শিশু ফোরামের উদ্যোগে ও এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকের উদ্বোধনী ঘোষণা করেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল।
এ সময় শিশু অধিকার সপ্তাহের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি রেজাউল করিম বকুল প্রমূখ। এতে শিশু ফোরামের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সদস্যরা অংশ গ্রহণ করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।