
সেবা ডেস্ক: বুয়েট ছাত্র আবরার হত্যায় জড়িত থাকার অভিযোগে অমিত সাহাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। অমিত সাহা বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপসম্পাদক ছিলেন।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুযায়ী জানানো যাচ্ছে যে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সাম্প্রতিক আবরার হত্যায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো।
তদন্ত কমিটির তদন্তে এই তথ্য উঠেছে এসেছে যে, ওই দিন ঘটনাস্থলে না থাকলেও স্যোশাল মিডিয়ায় কথপোকথনে ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল। এতে অমিত সাহার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হলো।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।