
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌর এলাকায় পশ্চিম ভরনশাহী গ্রামে অন্ডিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌর মেয়র ও কাউন্সিলরদের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সদস্যের হাতে নিত্য প্রয়োজনীয় পণ্য ও নগদ অর্থ তুলে দেন পৌর মেয়র এজিএম বাদশাহ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাবুল আক্তার বাবু, রনজু মল্লিক, আলী আজগর মান্নান, সাংবাদিক বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান ও ব্যবসায়ী লিটন মাহমুদ।
উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নগদ ১৫হাজার টাকা, ৫০ কেজি চাল, সয়াবিন তেল, সরিষার তেল, ডাল, আটা, বালতি, পাতিল, শাড়ি, লুঙ্গী, গামচা ও ৫টি কম্বল তুলে দেয়া হয়।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বায়োজিদ হোসেনের বাড়িতে ৩টি ঘর, আসবাবপত্র, খাদ্যশষ্য, স্বর্ণালংকার, নগদ অর্থ ও ৪টি ছাগলসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।