
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ ২৯ অক্টোবর মঙ্গলবার গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে ‘অশুভ বিনাশী অভিযাত্রায়, মিলি একসাথে’ শ্লোগান নিয়ে নানা আয়োজনে মধ্য দিয়ে পালিত হয়েছে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উদীচীর গাইবান্ধার জেষ্ঠ্য সদস্য শাহ মশিউর রহমান ও প্রমতোষ সাহা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষে হয়।
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহমুদুল গনি রিজন, সহ-সাধারণ সম্পাদক চুনি ইসলাম, শিরিন আকতার প্রমূখ। সন্ধ্যা সাড়ে ৬টায় উদীচী জেলা সংসদ-সুন্দরগঞ্জ ও দারিয়াপুর শাখার উদ্যোগে শহীদ মিনার চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।