খুলনায় জা‌মিন জা‌লিয়া‌তির মামলায় আইনজীবী কারাগা‌রে

S M Ashraful Azom
0
খুলনায় জা‌মিন জা‌লিয়া‌তির মামলায় আইনজীবী কারাগা‌রে
সেবা ডেস্ক: উচ্চ আদালতের (হাই‌কো‌র্ট) ভুয়া জা‌মিন দা‌খিল ক‌রে আসা‌মি‌কে মুক্ত করার অ‌ভি‌যো‌গের মামলায় খুলনার জজ কো‌র্টের আইনজীবী মোঃ আরাফাত হো‌সেন‌ (৩২) কে কারাগা‌রে প্রেরন করা হ‌য়ে‌ছে।

বুধবার (২২ জানুয়া‌রি) খুলনার মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম এ আদেশ দি‌য়ে‌ছেন।

আদালত সু‌ত্রে জানা গে‌ছে, হাই‌কো‌র্টের ভুয়া জামিন আদেশ দা‌খি‌লের মাধ্য‌মে ২০১৮ সালে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামী রবিউল ইসলামকে জামিনে মুক্ত করেন আইনজীবী আরাফাত । পরব‌র্তি‌তে বাদী পক্ষ উচ্চ আদালতের সঠিক কাগজপত্র সং‌শ্লিষ্ট আদাল‌তে উপস্থাপন করলে জালিয়াতির বিষয়ে প্রমান মে‌লে। এঘটনায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌লের বিচারক মো. রেজাউল করিম বাদী হয়ে দন্ড‌বি‌ধির ৪২০,৪৬৬,৪৬৮,৪৭১ ধারায় খুলনা থানায় ২০১৮ সা‌লের ২১মার্চ মামলা করেন (নং-৩০)।

সিআইডির পুলিশ প‌রিদর্শক মে‌হেদী হাসান মামলায় তদন্ত শেষে ২০১৯ সা‌লের ১৩ ন‌ভেম্বর আদালতে অভিযোগপত্র দা‌খিল ক‌রেন (নং-৫৬৮)। চার্জ‌শি‌টে এড. মোঃ আরাফাত হো‌সেন‌ (৩২) ও মোঃ আমজাদ হো‌সেন গাজী ওর‌ফে আমজাদ মহুরী(৪০)‌কে অ‌ভিযুক্ত করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top