বাবার কবরের পাশে প্রধানমন্ত্রী’র কোরআন তেলাওয়াত

S M Ashraful Azom
0
বাবার কবরে প্রধানমন্ত্রী’র কোরআন তেলাওয়াত
সেবা ডেস্ক: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় গিয়েছিলে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর সমাধির পাশে বসে কোরআন তেলাওয়াত করে তার জন‌্য দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান।

বেলা ১১টা ২০ মিনিটে হেলিপ্যাড থেকে সড়ক পথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধু ভবনে কিছু সময় অবস্থান করেন তিনি।

সমাধিসৌধ কমপ্লেক্সে ঢুকে বাবার কবরের পাশে বসেন বঙ্গন্ধুর জ‌্যেষ্ঠ কন‌্যা শেখ হাসিনা। সেখানে দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত শেষে দোয়া করেন তিনি। টুঙ্গিপাড়ায় আসলে প্রতিবারই প্রয়াত বাবার রুহের মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া করেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছানোর পর তাদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম সভায় যোগ দেন। সব কর্মসূচি শেষ করে বিকেল ৩টার দিকে টুঙ্গিপাড়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top