তাপসকে বিজয়ী করতে শিক্ষক-নেতাদের সঙ্গে মতবিনিময়

S M Ashraful Azom
0
তাপসকে বিজয়ী করতে শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময়
সেবা ডেস্ক: দল মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী করার লক্ষ্যে শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটি।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল হক আলো, বামৈল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, দনিয়া কলেজের অধ্যক্ষ সায়রা বেগম, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজা উজ জামান ভূঁইয়া, সালেহা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, সলিমুল্লাহ কলেজের অধ্যাপক সাঈদুল হক জুয়েল, ঢাকা মহানগর মহিলা কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম, সজিব কুমার বসু, ক্যাপিটাল কলেজের পরিচালক অধ্যাপক বাবুল মিয়া, সহকারী অধ্যাপক মাহেব হোসেন, প্রকাশ চন্দ্র মণ্ডল প্রমুখ।

সভায় শিক্ষক নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পরামর্শে মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ছাড়াও নিজ নিজ এলাকায় দল সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে প্রচারকার্য পরিচালনার অঙ্গীকার করেন।

উত্তরে যুবলীগের প্রচার : একই দিন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে যুবলীগ রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকার ২১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করেছেন। এ সময় আওয়ামী লীগ সমর্থিত সাধারণ কাউন্সিলর প্রার্থী মাসুম গনি তাপস এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আমেনা বেগমকে ভোট দেয়ার আহ্বানও জানান নেতারা।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্‌ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে প্রচার কার্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, আসাদুল হক আসাদ, সুভাষ চন্দ্র হাওলাদার, জাকির হোসেন বাবুল, ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম, সৈকত জোয়ার্দার, জহির উদ্দিন খসরু, মোহাম্মদ আলী মানিক, গোলাম কিবরিয়া শামীম, এমদাদুল ইসলাম, আলমগীর হোসেন, গাফফার হোসেন, নুর আলম মিয়া, নাজমুল ইসলাম প্রমুখ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top