
সেবা ডেস্ক: বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া করোনাভাইরাসসহ যেকোনো ভাইরাস সনাক্তের স্ক্যানিং মেশিন দেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রিসভার বৈঠকে করোনাভাইরাস নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এটা নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে। তবে আজকে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। এর আগে গতকাল ও বৃহস্পতিবার আলোচনা হয়েছে।
সচিব বলেন, কোরিয়া থেকে আমাদেরকে একটি স্ক্যানিং সিস্টেম উপহার দেয়া হচ্ছে। যে কোনো ভাইরাস এর মাধ্যমে সনাক্ত করা যাবে। এটা যদি সফল হয় তাহলে অবস্থা আরো ভালো হবে। বিনামূল্যেই তারা এটি দেবে।
সবগুলো বিমানবন্দরেই এগুলো বসানো হবে জানিয়ে তিনি বলেন, এখনো আমরা চিঠিটা পাইনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।