ধুনটে আত্মহত্যার প্ররোচনায় প্রেমিকের বিরুদ্ধে মামলা

S M Ashraful Azom
ধুনটে আত্মহত্যার প্ররোচনায় প্রেমিকের বিরুদ্ধে মামলা

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় কলেজছাত্রী সাবিনা খাতুনকে আত্মহত্যার প্ররোচনার অভিয়োগে তার প্রেমিক হাবিবুর রহমানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নিহত কলেজছাত্রীর বাবা আব্দুস সামাদ বাদী হয়ে শনিবার ধুনট থানায় এ মামলা দায়ের করেন। 

প্রেমিক হাবিবুর রহমানের নির্যাতন সইতে না পেয়ে চিরকুট লিখে শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাবিনা খাতুন (১৭) নিজ বাড়িতে পড়ার কক্ষে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহত সাবিনা খাতুন সিরাজগঞ্জের কুড়িপাড়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী।

মামলা সূত্রে জানা যায়, চকডাকাতিয়া গ্রামের আব্দুল হাই-এর ছেলে হাবিবুর রহমানের (২১) সাথে এক বছর আগে সাবিনা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার রাতে সাবিনাকে নিজ বাড়িতে ডেকে নেন হাবিবুর রহমান। এসময় প্রেমিক প্রেমিকার মাঝে নানান কথাবার্তা হয়। এক পর্যায়ে হাবিবুর রহমানকে বিয়ের চাপ দেন সাবিনা খাতুন।

কিন্ত সাবিনাকে বিয়ে করতে রাজী হয়নি হাবিবুর। ফলে সাবিনা বিয়ের দাবীতে হাবিবুরের বাড়িতে অবস্থান নেন। শুক্রবার সকালে হাবিবুর ও তার পরিবারের লোকজন সাবিনাকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সম্ভ্রম হারিয়ে সাবিনা খাতুন বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় প্রেমিক হাবিবুর রহমান ও তার মা-বাবা, ভাই-বোনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে মামলার আসামীরা পলাতক রয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সাবিনার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top