
সেবা ডেস্ক: শেরপুর সদর উপজেলায় মোবাইল ফোনে প্রেমের কথা বলে ডেকে এনে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক সন্তানের জনকসহ ৩জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ মে) পাকুরিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার সাপমারি গ্রামের দরিদ্র কৃষক কন্যা শাপমারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রী চার মাস আগে মোবাইল ফোনে পরিচয় হয় শেরপুর সদর উপজেলার মমিনিকান্দা গ্রামের মনো ড্রাইভারের ছেলে এক সন্তানের জনক মনিরুজ্জামান মনিরের সাথে। পরে ২৪ মে বিকেলে ওই ছাত্রীকে দেখা করার কথা বলে ডেকে এনে পাকুরিয়া ইউনিয়নে তার এক বন্ধুর বাড়ীতে আটকে রেখে রাতভর ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক মনির। খবর পেয়ে তার স্বজনরা এবং পুলিশ মেয়েটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান। ঘটনার পর ২৫ তারিখ রাতে রাতভর অভিযান চালিয়ে মূল আসামি মনিরসহ তার ২ সহযোগীকে আটক করে পুলিশ। এ বিষয়ে মঙ্গলবার ২৬ মে শেরপুর সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার দুপুরে বিচারিক হাকিমের আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে সোপর্দ করা হলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করার প্রক্রিয়া চলছিল।
