করোনা ভাইরাসকে জয় করলেন দেশের আরো ১৬১ পুলিশ

S M Ashraful Azom
করোনা ভাইরাসকে জয় করলেন দেশের আরো ১৬১ পুলিশ

সেবা ডেস্ক: দেশের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া আরো ১৬১ পুলিশ সদস্য সুস্থ হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১২৮০ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
বুধবার সুস্থ হওয়া ১৬১ পুলিশ সদস্য চিকিৎসাধীন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ইমপালস হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ১৬১ পুলিশ সদস্যদের সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী কোভিড-১৯ পরীক্ষায় দুইবারই করোনা নেগেটিভ হওয়ায় হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেয়া হয়েছে।

মো. সাইফুল ইসলাম সানতু বলেন, বরাবরের মতোই হাসপাতাল ত্যাগের সময় ১৬১ করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধাদের ফুল ও মাস্ক দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রসঙ্গত, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top