টাঙ্গাইলে আত্মসমর্পণকারী চরমপন্থিদের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ

S M Ashraful Azom
টাঙ্গাইলে আত্মসমর্পণকারী চরমপন্থিদের মাঝে ৫০ হাজার টাকার চেক বিতরণ

সেবা ডেস্ক: টাঙ্গাইলে আত্মসমর্পনকারী চরমপন্থিদের মাঝে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে টাঙ্গাইল পুলিশ অফিসার্স ক্লাবে এ চেক বিতরণ করা হয়।

এসময় টাঙ্গাইল জেলায় ২৬জন আত্মসমর্পনকারী চরমপন্থিদের মাঝে জন প্রতি ৫০ হাজার টাকা করে চেক দেওয়া হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

টাঙ্গাইলের পুলিশ সুপার বলেন, আত্মসমর্পনকারী চরমপন্থিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত টাকার চেক আজ তাদের মাঝে বিতরণ করা হলো। তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে যদি আরো কোন পদক্ষেপ নেয়া হয় সে বিষয়েও পদক্ষেপ নেয়া হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top