
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল জব্দ করে। এ জালের মূল্য প্রায় ৩ হাজার টাকা বলে জানান মৎস্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে ও তাদের উপস্থিতিতে সকাল নকলা বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে শহরের উত্তরবাজার এলাকায় আগুনে পুড়িয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড ও সহকারি কমিশনার (ভুমি) তাহমিনা তারিন এর নেতৃতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে মেসার্স আজাহার স্টোরের মালিক আজহারুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পুলিশ বিভাগের সদস্য, মৎস্য অধিদফতরের সংশ্লিষ্টরাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।