ধুনটে আ’লীগ ও যুবলীগ নেতাকে অব্যাহতি

S M Ashraful Azom
0
Dhunte Awami League and Juba League leaders released

রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আল-আমিন ও সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

জানা গেছে, সরকারি ৯৩ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা মজনু খাঁন ও যুবলীগ নেতা আল আমিন গ্রেপ্তার হওয়ায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া চাল কেলেঙ্কারীর  ঘটনায় জড়িত সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু খাঁনকে সংগঠন থেকে অব্যাহতি দেন। তাকে বহিষ্কার করতে দলের কেন্দ্রীয় সংসদে সুপারিশ প্রেরণ করা হয়েছে।

এছাড়া একই ঘটনায় জড়িত থাকার কারণে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের অর্থ-বিষয়ক সম্পাদক আল আমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ধুনট উপজেলা যুবলীগ ও জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মোনছের আলীর ছেলে মজনু খান সোনালী চালকলের মালিক এবং গোসাইবাড়ি পূর্বপাড়ার আফছার আলীর ছেলে আল-আমিন কথা চালকলের মালিক। কালোবাজারে পাচারের চেষ্টাকালে ৩ হাজার ২৬৫ কেজি ওজনের ৯৩ বস্তা চালসহ আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ জুলাই বিকেলের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২২ জুলাই রাত ১২টার দিকে যমুনা নদীর শহরাবাড়ি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top