
স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১ নং সোনামুখী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। (২৪ আগস্ট)সোমবার বেলা ১২টায় ইউনিয়ন পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বিট পুলিশিং এর অফিস কক্ষ উদ্বোধন করেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি পঞ্চনন্দ সরকার বলেন, “মুজিব বর্ষের অঙ্গিকার,পুলিশ হবে জনতার ” এ প্রতিপাদ্য নিয়ে আজ আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবার দেয়ার জন্য জেলার উত্তরের উপজেলার সোনামুখী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু করলাম।
স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু পুলিশ বাহিনীকে পুলিশ সার্ভিস রূপে গঠন করার স্বপ্ন দেখেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হতে চলছে। আজ বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।বাংলাদেশ পুলিশের মহাপরির্দশক ডঃ বেনজির আহমেদ এর চিন্তার ফসল বিট পুলিশিং কার্যক্রম বিভিন্ন স্থানে সাফল্য বয়ে এনেছে। তারই নির্দেশে আমাদের পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর প্রত্যক্ষ সহযোগিতায় আমরা কাজিপুর উপজেলায় প্রথম বিট পুলিশিং কার্যক্রম শুর করলাম।
তিনি আরো বলেন, এর পূর্বে কমিউনিটি পুলিশিং সেবা চালু হয়েছে। আজ থেকে আমাদের উপজেলায় বিট পুলিশিং সেবা চালু হল। এখন এ এলাকার মানুষকে পুলিশি সেবা পেতে কষ্ট করে ছোটোখাটের বিষয়ে থানায় যেতে হবে না। সোনামুখী ইউনিয়ন পরিষদেই বিট পুলিশ সেবা পাবেন। দুইজন পুলিশ অফিসার এবং দুইজন পুলিশ সদস্য প্রতিটি বিটে দায়িত্ব পালন করবেন। এলাকাবাসী তাদের অভিযোগ বিট পুলিশ অফিসে করতে পারবে। এতে পুলিশ ও জনগনের মধ্যে সেতুবন্ধন তৈরী হবে।
তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, পুলিশ জনগণের বন্ধু। আপনারা পুলিশকে ভয় পাবেন না। পুলিশ সার্ভিস বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকবে। আপনাদের অভিযোগ বিট পুলিশিং অফিসে এসে জানাবেন। পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবে। আর সব বিটের দায়িত্ব সামলাবো আমি নিজে।
সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খানের সভাপতিত্বে এসআই ফিরোজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ইউপি সদস্য সোহেল রানা, সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম প্রমূথ। এসময় স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।