
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ঋণের টাকা পরিশোধ না করায় আব্দুস সামাদ নামে এক দিনমজুরের বাড়ি থেকে লক্ষাধীক টাকা মূল্যের ২টি গরু লুটে নিয়েছে সংঘবদ্ধ দাদন ব্যাবসায়ীরা। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আব্দুস সামাদের পৈত্রিক ভিটা ছিল পুকুরিয়া গ্রামে। যমুনা নদীর ভাঙনে সর্বস্ব হারিয়ে দশ বছর আগে পার্শ্ববর্তী ভুতবাড়ি গ্রামে আশ্রয় নিয়েছেন সামাদ। তার পরিবারের সদস্য সংখ্যা ৮জন। তিনি পেশায় দিনমজুর। বছর খানেক আগে ভুতবাড়ি গ্রামের বেনামি সমিতি থেকে সপ্তাহে এক হাজার টাকা সুদ পরিশোধের শর্তে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন সামাদ। তিনি নিয়মিত সুদের টাকা পরিশোধ করেছেন।
কিন্ত করোনা দূর্যোগে কর্মহীন হওয়ায় ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন সামাদ। এতে ক্ষুদ্ধ হয়ে বেনামী ওই সমিতির কোষাধ্যক্ষ ভুতবাড়ি গ্রামের গুজুর আলীর নেতৃত্বে সমিতির সদস্য হারুনর রশিদ ও রফিকুল ইসলাম সোমবার দুপুরে আব্দুস সামাদের বাড়ি থেকে জোর পূর্বক ২টি গরু নিয়ে গেছে। এরপর ওই ২টি গরু সমিতির সদস্য মাধবডাঙ্গা গ্রামের আব্দুল মজিদের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলার ভুতবাড়ি গ্রামের বেনামী সমিতির কোষাধ্যক্ষ গুজুর আলী জানান, প্রায় এক বছর আগে গ্রামে একটি সমিতি গড়ে তুলেছেন। বেনামী সমিতির সদস্য সংখ্যা ৬০ জন। চাহিদা মোতাবেক গ্রামের মানুষকে ঋণ দেন। তারই ধারাবাহিকতায় আব্দুস সামাদকে ৫০ হাজার টাকা ঋণ দিয়েছেন। কিন্ত ঋণের টাকা পরিশোধ না করায় সামাদের ২টি গরু নিয়ে গেছেন তারা। পাওনা টাকা পরিশোধ করলেই সামাদকে গরু ফেরত দেওয়া হবে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তিনি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।