
উল্লাপাড়া প্রতিনিধি: প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালত মঙ্গলবার রাতে ৭ জুয়াড়িকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, বগুড়ার শেরপুরের উত্তর সাহাপাড়র অরুন চন্দ্র মোহন্ত (৩৪), টপি চন্দ্র মজুমদার (৩০), সলংগার দত্তকুশা গ্রামের হারুনর রশিদ (৬০), সিরাজগঞ্জ সদরের বড় হামকুরিয়ার মোঃ খলিল (৪০), সলংগার কুমামপুর গ্রামের মোঃ লাভলু (৪০) একই থানার মুরাদপুর গ্রামের জাহিদুল ইসলাম (৪০) এবং পাবনার সাথিয়া উপজেলার কেসুয়ান গ্রামের সাইফুল ইসলাম (৪১)। সলংগা থানা সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার নবরতœপাড়া গ্রামে উল্লিখিত জুয়াড়িরা প্রকাশ্যে জুয়া খেলার সময় র্যাব-১২ ক্যাম্পের সদস্যগণ এদেরকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে তাদের সাজা দেওয়া হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।