
শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এ মতবিনিময় সভা সম্পন্ন হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
৭ অক্টোবর বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
সদ্য যোগদানকৃত ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু,সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম,সিনিয়র সরকার আবদুর রাজ্জাক,সাংবাদিক শাহীন আল আমিন,সাংবাদিক রকিবুল হাসান বিদ্রোহী প্রমূখ।
ইউএনও মুন মুন জাহান লিজা বকশীগঞ্জ উপজেলার উন্নয়নে সার্বিক সহযোগিতায় তিনি সর্বদায় প্রস্তুত বলে জানান।
স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।মতবিনিময় সভায় উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ সকল গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।