ভুয়া দলিল করেই উল্টো মিথ্যা মামলার অভিযোগ

S M Ashraful Azom
0
ভুয়া দলিল করেই উল্টো মিথ্যা মামলার অভিযোগ


শফিকুল ইসলাম: সাব-রেজিষ্ট্রার কর্মকর্তার গাফলতির কারনে প্রতারনা মুলক ৩ শতক জমি ভুয়া দলিল সম্পন্ন করার অভিযোগ উঠেছে গোলাম মোস্তফা নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জমির প্রকৃত মালিক বাদী হয়ে সাব-রেজিষ্ট্রার বরাবর অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পশ্চিম মাদারটিলা গ্রামে। 

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মাদারটিলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে গোলাম মোস্তফা ও একই ইউনিয়নের ঠনঠনিপাড়া গ্রামের মৃত্যু আব্দুল হামিদ আলীর ছেলে জাবেদ আলীগং এর কাছ থেকে চলতি বছরের ৭ সেপ্টেম্বরে ৩ শতক জমি দলিল করে নেয়। যার দলিল নং ২০২৩, ডিপি খতিয়ান নং ৪০৯ উল্লেখ্য করা হয়েছে। অভিযোগ রয়েছে যাদের কাছ থেকে ওই জমি কবলা করে নেয় তারা দিয়ারা রেকর্ড মুলে অংশিদার নহে। প্রতারনার পরেও  বিবাদী গোলাম মোস্তফা হয়রানি মুলক ২৪ সেপ্টেম্বর ২০ ইং কুড়িগ্রাম আদালতে অভিযোগকারি হানিফ আলীগং এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

অপর দিকে আবু হানিফ ৮৫৪০ দাগে ৩২ শতক ও গোলাম মোস্তফা ৮৫১৯ দাগে ৩২ শতক জমি রেওয়াজ বদল করে উভয় ভোগ দখল করে আসছে। গোলাম মোস্তফার ৪ শতক জমির উপর দিয়ে ৬২টির রেকর্ড অনুযায়ী রাস্তা হয়ে যায়। এইটাকে কেন্দ্র করে বিবাদী মোস্তফা হানিফগংদের নানা ভাবে গালিগালাজসহ ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। পরে জমির সিমানা নিধারনের জন্য আবেদন জানিয়ে রৌমারী থানায় অভিযোগ দায়ের করেন আবু হানিফগং। এ ঘটনায় গত কয়েক মাস আগে একাধীকবার গ্রাম্য শালিসী বৈঠক বসেন। ওই শালিসে আঃ গফুর ডিলার, রিয়াজুল হক, হযরত আলী, বাবুল ও সাবেক মেম্বার সায়েদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত শালিসী বৈঠকে জমি সংক্রান্ত সকল সমস্যা সমাধান করে দেন মাতাম্বরগণ। কিছু দিন পর প্রতারক গোলাম মোস্তফা মাতাম্বরদের সিদ্ধান্ত না মেনে জমি জালিয়াতীর আশ্রয় নেয়।

এব্যাপারে বাদী আবু হানিফ মিয়া বলেন, জমির ব্যাপারে গ্রাম্য শালিসে মিমাংসা হয়েছে। এর পরেও গোলাম মোস্তফা আমার ৩শতক জমি ভুয়া দলিল করে নেয় এবং উল্টো আমাদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করেছে।

বিবাদী গোলাম মোস্তফার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি। অনেক কাজের ভিরে একটু ভুল হয়ে গেছে। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রযোজনীয় ব্যবস্থা নিব।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top