উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়ন পরিষদের পাশে একটি পুকুর থেকে মঙ্গলবার সকালে শাহাদত হোসেন (২৭) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহাদত উপজেলার বাবলাপাড়া গ্রামের মৃত আলহাজ উদ্দিনের ছেলে।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, শাহাদতের মরাদেহে গলায় কালো চিহ্ন রয়েছে। এছাড়া তার পুরো দেহ অক্ষত। পুলিশের ধারনা গতকাল তাকে হত্যার পর এই পুকুরে মরদেহ ফেলে দেওয়া হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে
দূর্গানগর ইউপি চেয়ারম্যান আফছার আলী জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। এখন পর্যন্ত তার হত্যাকান্ডের কোন কারণ জানা যায়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।