
উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল উদ্বোধন করা হয়। মঙ্গলবার উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম আনুষ্ঠানিকভাবে এ ম্যুরাল উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়াসহ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। মুজিববর্ষ উপলক্ষে সংসদ সদস্যের দিক নির্দেশনায় উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর এই ম্যুরাল নির্মাণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ম্যুরালটি নির্মাণে অর্থায়ন করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।