বিলীন হওয়ার পথে সানন্দবাড়ী, হুমকিতে জিঞ্জিরাম সেতু

S M Ashraful Azom
0
বিলীন হওয়ার পথে সানন্দবাড়ী, হুমকিতে জিঞ্জিরাম সেতু


ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের  দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী  পিআইসি'র আওতাধীন সানন্দবাড়ি বাজারে দক্ষিণ পাশে অবস্থিত উত্তরাঞ্চলের একমাত্র গুরুত্বপূর্ণ জিঞ্জিরাম সেতু সহ পঞ্চাশটি বাড়ী বিলিনের পথে। 

জানা যায়, বিগত কয়েক বছরে বেশ ক'টি বাড়ী নদী গর্ভে পতিত হয়েছে। প্রতি বছরই বন্যার মৌসুমেই এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছেই। গত বছর স্থানীয়  সার্ভেয়ার বাহাদুর আলী চরআমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান  আকন্দকে অবহিত করার পর, ইউপি সদস্য সিরাজুল ইসলাম সহ ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন কালে এলাকার বাড়িঘর সহ জিঞ্জিরাম সেতু ভাঙ্গন রোধে কর্মসূচি গ্রহণ করার কথা জানালেও তেমন কাজ হয়নি। গ্রামবাসী জানায় ভাঙ্গনের তীব্রতার সময় কয়েক দফায় লোকজন দেখে গেলেও আর ফিরে তাকাননি কেউ। তারা আরও জানান- বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেলে, তাঁরা হয়তো নিঃস্বাবস্থায় আমাদের শান্ত্বনার বাণী শোনাতে আসবেন। কি হবে সেই শান্ত্বনার বাণী শুনে? দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক রশীদুুল আলম শিকদার জানান- সানন্দবাড়ী  জিঞ্জিরাম নদীর ভাঙ্গণ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে, উত্তরাঞ্চলের   লক্ষ লক্ষ মানুষের ঢাকা শহর সহ বিভিন্ন শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম জিঞ্জিরাম সেতু ভেঙ্গে যাবে, বিচ্ছিন্ন হবে উত্তরাঞ্চল সহ এলাকার যোগাযোগ ব্যবস্থা। সেই সাথে কোটি কোটি টাকার সরকারি সম্পদ সহ পঞ্চাশটি বাড়ীর মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়বে।

বাহাদুর আলী জানান-  এ গ্রামের অসহায় গরীব মানুষ গুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে, কখন দেখতে পাবে নদী ভাঙ্গন রোধে কার্যক্রম চলছে। জিঞ্জিরাম নদীর  ভাঙ্গন থেকে বাঁচতে চায় এলাকাবাসী।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top