
রব্বানী রহমান,বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চালের বাজার স্থিতিশীল রাখা, পেঁয়াজের মূল্য বৃদ্ধি রোধে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নেমেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা।
রোববার দুপুর ১ টার দিকে তিনি বকশীগঞ্জ পৌর শহরের কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। চাল মজুদের রশিদ না থাকা, অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি , পণ্যের মূল্য তালিকা না রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন মুন জাহান লিজা ভ্রাম্যমাণ আদালতে পাঁচজন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, উপজেলা খাদ্য পরিদর্শক শামীমা নাসরিন উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।