
আশরাফুল ইসলাম গাইবান্ধা :: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে দুই হাজার ত্রিশ পিস ইয়াবাসহ মাদককারবারীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব ১৩ গাইবান্ধা টিম । এসময় নগত ৫ শত টাকা ৩ টি মোবাইল ,২ টি সিমকার্ড,মমোরী কাড জব্দ করা হয়েছে।
র্যাব ১৩ গাইবান্ধা কোম্পানি কমান্ডার মুন্না বিশ্বাস স্বাক্ষরিত প্রেস বার্তায় আরো জানা যায়, র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল ৩ অক্টোবর শনিবার ৭ টা ১৫ মিনিটের সময় র্যাব ১৩ গাইবান্ধা (সিপিসি ৩) ক্যাম্পের একটি অভিযানিক টিম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার নিজপাড়া গ্রামস্থনিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদককারবারী সাকিব আল হাসান (২৩) কে হাতে নাতে গ্রেফতার করে। গ্রেফতারের পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে ।
গ্রেফতারকৃত মাদককারবারী সাকিব আল হাসান (২৩) ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভয়াবহ মল্লিকবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।