
রফিকুল আলম,ধুনট (বগুড়া): সম্প্রতি বগুড়ার ধুনট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে প্রেসক্লাব কার্যালয়ে এসে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। অভিনন্দন, শুভ কামনায় ভরে উঠেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুরে মুক্তিযোদ্ধারা তাদের ভালবাসা ও শুভেচ্ছায় সিক্ত করতে আসেন প্রেসক্লাব কার্যালয়ে। তাঁরা ফুলেল সংবর্ধনা জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দকে।
উক্ত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, সহসভাপতি রেজাউল হক মিন্টু, সহসাধারণ সম্পাদক বাবুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমদাদুল হক ইমরান, দপ্তর সম্পাদক জহুরুল মল্লিক, কার্যনির্বাহি সদস্য মাসুদ রানা, সদস্য জাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন, ইউসুফ হারুন, মতিয়ার রহমান, ফরিদ উদ্দিন ও হায়দার আলী প্রমুখ।#
মুক্তিযোদ্ধারা জানান, প্রেসক্লাবের নেৃতৃবৃন্দ সাংবাদিকতায় আপন মহিমায় উজ্জ্বল। তাদের আলোয় আলোকিত হয়েছেন, হচ্ছেন অবহেলীত জনপদের অসংখ্য মানুষ। তাদের পেশাদারিত্ব, মননশীলতা, একাগ্রতা, আন্তরিকতায় পেশাগত জীবনই শুধু নয়, জাতীয় জীবনেও নিজেদের অনন্য অবস্থান তৈরি করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।